বুধ. মে ৮, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে শিশু লিমনের হত্যাকারীদের বিচার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি বাজারে বলইবুনিয়া ইউনিয়নবাসী এই মানববন্ধন করেন।  মানববন্ধনে বক্তব্য দেন, হত্যার শিকার লিমনের বাবা এনামুল মোল্লা, রিমা বেগম, বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সহকারি শিক্ষক মোঃ আব্দুর রব খান, মোঃ রাসেল, আল আমিন, স্থানীয় ইউপি সদস্য রাকিবুল ইসলাম বকুল, সাইদুর রহমান, নাসিমা খানম, বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন শেখ, মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজিল ইসলাম সবুজ, বলইবুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া সুমনসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, লিমনকে শুধু ইমরান কাজী একা হত্যা করেনি। এই হত্যার সাথে ইমরানের বাবা জহুরুল কাজী, মা তাসলিমা বেগম, ও ভাই কাওসার কাজীও জড়িত রয়েছে। হত্যার পরে পুলিশ ইমরান, ইমরানের বাবা ও ভাইকে আটকও করেছিল। কিন্তু শুধু ইমরানকে দোষী দেখিয়ে অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে। জামিনে মুক্তি পেয়ে আসার পরে ইমরান ও তার পরিবারের সদস্যরা লিমনের পরিবারকে নানা হুমকী দিয়ে দিচ্ছে।এই অবস্থায় হত্যার স্বীকার পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। অতিদ্রুত স্কুলছাত্র লিমন হত্যার সাথে জড়িত প্রকৃত দোষীদের গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানান তারা। মানববন্ধন শেষে কালিকাবাড়ি বাজারে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা।
লিমনের বাবা এনামুল মোল্লা বলেন, ইমরান কাজী জামিনে বের হওয়ার পর থেকে প্রতিনিয়ম আমাদের হুমকী-ধামকী দিয়ে আসছে। স্বাক্ষীদেরও এই মামলায় স্বাক্ষি দিতে নিশেধ করছেন। আমাকে বাজারে দোকানে আসতেও বাঁধা দেয় তারা। এই অবস্থায় আমরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোন মূল্যে ইমরান কাজী ও তার বাবা-ভাইকে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান সন্তানহারা এই বাবা।
আমি অন্যকিছু চাই না, আমি শুধু আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাসি চাই এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন লিমনের মা রিমা বেগম।
২০২১ সালের ২৯ জুলাই কালিকাবাড়ি এলাকার দোনা গ্রামের একটি বাগান থেকে শিশু লিমন মোল্লা (১০) হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।এর দুই দিন পরে ৩১ আগস্ট রাতে মোরেলগঞ্জ উপজেলার দোনা এলাকা থেকে লিমনের প্রতিবেশী ইমরান কাজীকে গ্রেফতার করে পুলিশ।এসময় জিজ্ঞাসাবাদের জন্য ইমরানের বাবা ও ভাইকে আটক করা হলেও পরে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়।ssn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *