শনি. মে ১৮, ২০২৪

প্রতিনিধি বাগেরহাট,

বাগেরহাটে দোকানে লাইসেন্স না থাকা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে অর্থদন্ড,
বাগেরহাট কৃষি অধিদপ্তরের উদাসিনতার কারনে একটি কীটনাশকের দোকানের লাইসেন্স না থাকা ও মেয়াদ উত্তির্ন কীটনাশক বিক্রি করার অভিযোগে খুলনা র‌্যাব -৬ অভিযান পরিচালনা করেছে। অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় র‌্যাবের নেতৃত্বে করা ভ্রাম্যমান আদালত ওই প্রতিষ্ঠানের মালিক কে ৪০ হাজার টাকা অর্থদন্ড করেছে। বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজার এলাকায় এ মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালিত হয়। খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে মঙ্গলবার সন্ধ্যায় দেয়া এক মেইল বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা র‌্যাব-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এলাকায় একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত বিনা লাইসেন্সে সার কীটনাশকসহ অন্যান্য কৃষি পন্য বিপণন করছে এবং পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ন কীটনাশক মজুদ করে রেখেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বাগেরহাট কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমন্বয়ে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মেসার্স জামান কৃষি বিতান নামের ওই প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় লাইসেন্সবিহীন ওই প্রতিষ্ঠানে ৫৬০ লিটার মেয়াদ উত্তীর্ণ কীটনাশক (যার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা) মজুদ রাখার দায়ে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (১) এর (ক) (ঘ) (ঙ) ও (চ) ধারায় প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী আল আমিন শেখ (৬৮) কে ৪০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। পরিবেশের ক্ষতির কথা বিবেচনা করে উদ্ধারকৃত মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ঘটনাস্থলে ধ্বংস না করে স্ব-স্ব উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ বান্ধব উপায়ে ধ্বংস করার জন্য ফেরত পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়।#az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *