বৃহঃ. মে ২, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদের সভাপত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, বিআরটি এ বাগেরহাটের সহকারী পরিচালক তানভীর আহমেদ,
ডেপুটি সিভিল সার্জন পুলক দেবনাথ,। বাগেরহাট সরকারি পিসি কলেজের বাংলা বিভাগের প্রভাষক তাপস চন্দ্র ঘরামী, বাগেরহাট ট্রাফিক ইনস্পেক্টর (প্রশাসন) মামুন অর রশীদ, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার উপদেষ্টা রিজিয়া পারভীন, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি সাংবাদিক আলী আকবর টুটুল, বাগেরহাট ট্রাক শ্রমিক ইউনিয়নের সদরের সভাপতি হাসানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।প্রাকৃতিক দূর্যোগের চেয়ে সড়ক দূর্ঘটনা ভয়াবহ। প্রতিদিনই দূর্ঘটনার শিকার হয়ে কারও মা-বাবা, কারও আত্মীয় স্বজন, কারও ছেলে মেয়ে মারা যাচ্ছে। এক্ষেত্রে সকলকে এগিয়ে এসে সড়ক দূর্ঘটনা রোধে কাজ করার আহবান জানান বক্তারা।আলোচনা সভা শেষে নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *