সোম. মে ৬, ২০২৪

বাগেরহাট ,

খুলনা র‌্যাব-৬ এর অভিযানসুন্দরবন থেকে শিকার করা বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী তক্ষসহ পাচারকারী আটক,
বাগেরহাটের পুর্ব-সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ বাজুয়া এলাকায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় বন্যপ্রানী একটি তক্ষকসহ দুইজন পাচারকারীকে আটক করেছে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা। আটককৃতরা হলো খুলনা দাকোপ এলাকার দিপক বিশ্বাস(৩৭) ও বাগেরহাটের মোংলা এলাকার সুবেন্দু সরদার (৪৭)। খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে মঙ্গলবার দুপুরে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, খুলনা জেলার দাকোপ থানা এলাকায় একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিভিন্ন মাধ্যম হতে তক্ষক সংগ্রহ করে পাচার করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি মঙ্গলবার ভোরে দাকোপ থানাধীন বাজুয়া এলাকায় অভিযান পরিচালনা করে বিলুপ্তপ্রায় বন্যপ্রানী তক্ষক পাচারকারী ২ জন কে আটক করে। এসময় তাদের নিকট থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়। র‌্যাব-৬ দপ্তর থেকে বলা হয় বন্যপ্রানী তক্ষক দক্ষিণ এশিয়ায় বিলুপ্তপ্রায় একটি প্রাণী। তক্ষক সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায়। এশিয়ান প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা ও আধুনিক বিভিন্ন চিকিৎসার ওষুধ তৈরিতে এটি ব্যবহার করা হচ্ছে। আমাদের দেশের গ্রাম বাংলার জঙ্গলে টিকটিকির মতো দেখতে প্রাণীটি কোটি কোটি টাকায় বিভিন্ন দেশে অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে আসছে বলে জানা যায়। এ কারনে র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর আভিযানিক দল অবৈধ অর্থলোভী তক্ষক পাচার চক্রের সদস্যদের গ্রেফতারে এবং বিপন্নপ্রায় এই প্রানীর বিলুপ্তির হাত থেকে রক্ষায় অভিযান অব্যাহত রেখেছে। উদ্ধারকৃত তক্ষক এবং আসামীদ্বয়কে বন বিভাগের কাছে হস্তান্ত করা হয়েছে।#az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *