শনি. মে ৪, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :
প্রথম বারের মত মোংলা বন্দরে পানামা পতাকাবাহী জাহাজ এমভি ফিলোটিমো থেকে পণ্য খালাস ও বোঝাই করার মধ্য দিয়ে কর্তৃপক্ষের নিজস্ব মোবাইল হারবার ক্রেনের ব্যবহার শুরু হলো।
প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম মোংলা সমুদ্র বন্দরে গিয়ারলেস (নিজস্ব ক্রেনবিহীন) জাহাজের পণ্য বোঝাই ও খালাস শুরু হয়েছে।
এদিন ২৬৩টি পণ্যবাহী কন্টেইনার জাহাজ থেকে খালাস করা হয়। খালাস শেষে রপ্তানিযোগ্য ৩৪৪টি কন্টেইনার পন্য মোবাইল হারবার ক্রেনের মাধ্যমে জাহাজে বোঝাই করা হয়। রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পণ্য বোঝাই জাহাজটি মালয়েশিয়ার উদ্দেশ্যে বন্দর ছেড়ে যায়। এর আগে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ১৭২ মিটার দৈর্ঘ্য এবং ৬.৯ মিটার গভীরতার জাহাজটি ৪৮৬ টিউজ কন্টেইনার পণ্য নিয়ে মোংলা বন্দরে আসে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও গণসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, ১৯৫০ সালে মোংলা বন্দর প্রতিষ্ঠার ৭১ বছর পর এই প্রথম মোংলা বন্দরে কোন গিয়ারলেস (নিজস্ব ক্রেনবিহীন) জাহাজ আসলো।
মাকরুজ্জামান বলেন, এর আগে বন্দরে শুধুমাত্র নিজস্ব ক্রেনসংযুক্ত কন্টেইনার বহনকারী জাহাজ আগমন করতো। যার কন্টেইনার হ্যান্ডলিং প্রোডাক্টটিভিটি ছিলো ঘণ্টায় গড় ৮টি কন্টেইনার। বর্তমানে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ক্রেনে প্রোডাক্টিভিটি ঘণ্টায় ১৫টি কন্টেইনার। rj

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *