সোম. এপ্রি ২৯, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ
২য় ধাপে আগামী ১৬ জানুয়ারি মোংলা পোট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে লড়তে বিএনপি মনোনীত দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র প্রার্থী জেলা বিএনপির নেতা মো. জুলফিকার আলী।
রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা নির্বাচন অফিসার ও পৌরসভার রিটানিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদর হাতে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মো. জুলফিকার আলী বর্তমানে মোংলা পোট পৌরসভার মেয়র। মনোনয়নপত্র দাখিল শেষে মো. জুলফিকার আলী বলেন, এই নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করবেন তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বোচন হলে জয়লাভে তিনি শতভাগ আশবাদী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মোজাফ্ফর রহমান আলম, সদর থানা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু,জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা, জেলা কৃষকদলের আহবায়ক সৈয়দ আসাফুদৌলা জুয়েল, সদস্য সচিব ফকির তৈহিদুল ইসলামসহ জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।
পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন এরা হলেন পৌরসভার ১নং ওয়ার্ডের মো. হাবিবুর রহমান, ২নং ওয়ার্ডের মো. ইমান হোসেন, ৪নং ওয়ার্ডের মো. আব্দুর রাজ্জাক ফকির, ৫নং ওয়ার্ডের এমরান হোসেন, ৭নং ওয়ার্ডের মো. আলাউদ্দিন, ৮নং ওয়ার্ডের মো. খোরশেদ আলম, ৯নং ওয়ার্ডের এম এ কাদের।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন এরা হলেন ১.২.৩ নং ওয়ার্ডে কমলা বেগম, ৪.৫.৬ নং ওয়ার্ডে লিলি বেগম, ৭.৮.৯ নং ওয়ার্ডে আয়শা বেগম।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ রবিবার ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৯ ডিসেম্বর ও ভোট গ্রহন ১৬জানুয়ারী।#

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *