মঙ্গল. মে ২১, ২০২৪

বাগেরহা প্রতিনিধি

বাগেরহাটে মোংলা উপজেলা বিভিন্ন এলাকার অসহায় ও গরিব মানুষকে সরকারের সহায়তার আওতায় আনা হয়েছে। শনিবার সোনাইলতলা ও মিঠাখালি ইউনিয়নের দরিদ্র ৬২০টি পরিবারের মধ্যে নিজ হাতে ভিজিডি কার্ড বিতরণ করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।সোনাইলতলা ইউনিয়নে ৩৭০ টি পরিবার ও মিঠাখালি ইউনিয়নে ২৫০টি পরিবারকে ভিজিডি কার্ড বিতরন করা হয়েছে।এ সময় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, এ দুই ইউনিয়নের নিজে যাচাই-বাছাই করে যারা কর্মহীন তাদের ৬২০টি অসহায় ও দুস্থ্য পরিবারের মধ্যে ভিজিডির কার্ড বিতরণ করা হয়েছে। আর প্রতিটি কার্ড ধারীকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। তারা দুই বছর যাবৎ সরকারের দেয়া সহায়তা স্বরুপ চাল পাবে।কার্ড বিতরণ অনুষ্ঠানে মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম, মিঠাখালি ইউপি চেয়্যারম্যান মোঃ ই¯্রাফিল হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সবুজ হাওলাদার ছাড়াও দুই ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যগণ, গ্রাম পুলিশ ও অন্যান্য সুধীজন সহ স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *