বৃহঃ. মে ২, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোংলা বন্দরে এমটি ডেলটা-১ নামে গ্যাসবাহী একটি জাহাজের নিচে সার্বিক পর্যবেক্ষণ করতে গিয়ে নদীতে পড়ে গ্রিজারম্যান জাবের আহমেদ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাত ১০টায় মোংলার শিল্প এলাকায় ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে এই দুর্ঘটনা ঘটে। বুধবার সকালে থেকেই মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি স্পেশাল ডুবুরি দল নিখোঁজকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। বিকাল পর্যন্ত নিখোঁজ গ্রিজারম্যান জাবের আহমেদের কোন সন্ধান মেলেনি। নিখোঁজ জাবের আহমেদ ডেল্টা এলপিজি লিমিটেডের নিজস্ব জাহাজ এমটি ডেলটা-১ গ্রিজারম্যান (জাহাজের ইঞ্জিন পরিষ্কারক ব্যক্তি) পদে ২০২২ সালের ১ জুলাই থেকে কর্মরত ছিলেন। সে সিলেটের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার তরুণ মিয়ার ছেলে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট মুনতাসির এতথ্য নিশ্জি করে আরো জানান, মোংলার শিল্প এলাকায় অবস্থিত এলপিজি সংরক্ষণ ও বিপণনকারী প্রতিষ্ঠান ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে এলপিজি লোড করতে আসে প্রতিষ্ঠানের নিজস্ব জাহাজ এমটি ডেলটা-১ জাহাজ। মঙ্গলবার রাত ১০টায় ওই জাহাজটির ডেকে নেমে জাহাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন গ্রিজারম্যান জাবের আহমেদ। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিক ভাবে খোঁজ করে না পেয়ে বিষয়টি মোংলার কোস্টগার্ডকে জানান। রাতভর তল্লাশি করে না পেয়ে নিখোঁজের সন্ধানে বুধবার সকাল থেকে কোস্টগার্ডের স্পেশাল ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।3rj

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *