বুধ. মে ৮, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলা বন্দর এলাকায় বানিজ্যিক জাহাজে কর্মরত অস্থায়ী শ্রমিক ও কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

২৪ এপ্রিল, ২০২২  রবিবার দুপুরে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ (রেজি নং-২১৪৩) এর সার্বিক তত্ত্বাবধায়নে

শ্রমিক কর্মচারী সংঘের অফিসের সামনে মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং এজন্টস এ্যাসোসিয়েশন, খুলনা শাখা এবং মোংলা বন্দর

বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশন এর সহযোগীতায় মোংলা বন্দরে জাহাজে কর্মরত অস্থায়ী শ্রমিক ও কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী

বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

পবিত্র রমজান মাস ঈদুল ফিতর উপলক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা জাহাজে কর্মরত অস্থায়ী

শ্রমিক ও কর্মচারীদের মানবিক ভাবে সহযোগীতা করার জন্য এ উদ্ব্যোগ গ্রহণ করেন। এ সময় ২৯০০ জন শ্রমিককে চাউল-১০ কেজি,

মশুর ডাল, চিনি, আলু, তৈল,লবণ, সেমাই, দুধসহ মোট জনপ্রতি=১৭.৬০০ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা শ্রমিক কর্মচারীদের উদ্দেশ্য বলেন, “করোনাসহ সকল মানবিক

বিপর্যয়ের সময়ে বন্দর কর্তৃপক্ষ মোংলা বন্দরে কর্মরত সকল শ্রমিক কর্মচারীর পাশে ছিল। আসন্ন ঈদকে সামনে রেখে পরিবার পরিজন নিয়ে

যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে তারই লক্ষ্যে বন্দর ব্যবহারকারীদের সহযোগিতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের এই আয়োজন,

এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *