শুক্র. মে ৩, ২০২৪

 প্রতিনিধি বাগেরহাট ।

ফকিরহাটে ভুমি অফিসের  এক দালাল কে ৬ মাসের কারাদন্ড,
বাগেরহাটের ফকিরহাট উপজেলা ভূমি অফিসের একজন পেশাদার দালাল কে আটক করে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। দন্ডপ্রাপ্ত দালাল মোঃ আবু তালেব (৫২) ভুমি মন্ত্রনালয়ের একজন সচিবের নাম নিয়ে দালালি করতে গিয়ে ধরা পড়ে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। ফকিরহাট ভূমি অফিসের দেয়া তথ্য মতে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান নাম পরিচয় দিয়ে মোবাইলে ফোন করেন। সিনিয়র সচিব পরিচয়দানকারী ওই ব্যক্তি ফোনে জানান, তার স্ত্রীর গাড়ী চালক সোহাগ হাওলাদারের একটি জমির নামজারী বিষয় নিয়ে কথা বলেন। এ সময় তিনি আরো জানান, উক্ত সোহাগ হাওলাদারের কাজটি করার জন্য আবু তালেব নামে এক ব্যক্তিকে অফিসে পাঠাচ্ছি তিনি যেন বিষয়টি দেখেন। পরপরই আবু তালেব অফিসে আসলে বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। এরপর আসল রহস্য উদঘাটন করতে সক্ষম হন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন। সিনিয়র সচিব পরিচয়দানকারী ব্যাক্তি ভুয়া বলে তিনি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আটককৃত আবু তালেবের বিরুদ্ধে এরপূর্বে এ ধরনের অভিযোগ রয়েছে। তিনি টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে এ ধরনের দালালী করে আসছে বলে অভিযোগ রয়েছে। পরে উপজেলা ভুমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আবু তালেব কে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেন। ভ্রাম্য আদালতের বিচারক বলেন, ভূমি অফিসে কোন দালাল চক্রের ঠাই হবেনা। দ্রুত এর নিরসন করা হবে।#az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *