মঙ্গল. মে ৭, ২০২৪

মাসুম হাওলাদার  ঃ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটে ১০টি বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের মানববন্ধন।কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রুপসা বাগেরহাট আন্ত জেলা বাস, মিনিবাস.মলিক সমিতি ও শ্রমিক ইউনিযন, মহিষপুরা খুলনা আন্ত জেলা বাস, মিনিবাস মালিক সমিতি , কোচ, মাইক্রোবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নসহ মোট ১০ সংগঠনের যৌথ আয়োজনে এ মানববন্ধন করেছে। শনিবার (১৯ডিসেম্বর) সকালে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনে ঘন্টাব্যাপী মাবনববন্ধনে বক্তব্য রাখেন, রুপসা বাগেরহাট আন্ত জেলা বাস, মিনিবাস.মলিক সমিতির সাধারন সম্পাদক বাগেরহাট পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলর আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল বাকী,নকীব নজিবুল হক নজু, নিখিল চন্দ্র মুখাজ, কমলেশ দাশ, আসলাম বিশ্বাস লিটু,মাসুম মোল্লা, মতিউর রহমান মিনা. শেখ মাসুদুর রহমান, সহদেব দাশ, স্বপন কুমার দাশ, মোল্লা আব্দুস সামাদসহ ১০টি সংগঠনের সভাপতি সাধারন সম্পাদ উপস্তিত ছিলেন । আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল বাকীর নেত্বে মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুর, দেশকে অশান্ত করতে একটি মৌলবাদী চক্র চক্রান্ত করছে তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। বক্তারা আরো বলেন বঙ্গবন্ধুকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা বঙ্গবন্ধুর অপমান বাংলাদেশের মানুষ সহ্য করবে না। মুক্তিযুদ্ধের সময় সব ধর্মের মানুষ দেশ স্বাধীন করতে যুদ্ধে অংশ নিয়েছিল। যারা আজ যারা বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কের সৃষ্টি করছে, ধর্মের নামে আলেম ওলামারা ভুল ব্যাখ্যা দিচ্ছে তাদের গ্রেপ্তার করতে হবে। বঙ্গবন্ধু ও বাঘা যতীনে ভাস্কর্য যারা ভেঙেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।#

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *