বুধ. মে ১, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।

প্রচন্ড তাবদাহ অন্য দিকে বৈদ্যুতিক লোডশেডিং বাগেরহাটের শরণখোলায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ  বরফ মিলে উৎপাদন কমে গেছে,
প্রচন্ড তাবদাহের পাশাপাশি ঘন ঘন বৈদ্যুতক লোডশেডিংয়ে বাগেরহাট জেলায় জন জীবনে নাবিশ^াস উঠেছে। বিশেষ করে জেলার শরণখোলায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। সুন্দরবন ও সাগর সংলগ্ন এ উপজেলার বরফকল গুলোতে বরফ উৎপাদন কমে গেছে। গত কয়েক দিনে প্রচন্ড তাবদাহের কারণে শরণখোলা মোরেলগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতে ঘন ঘন লোড শেডিং শুরু হয়েছে। দিন রাতে ৪/৫ ঘন্টা করে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। প্রচন্ড গরমে বিদ্যুৎ না থাকায় মানুষের জীবনমান ওষ্ঠাগত প্রায়। শরণখোলার খুড়িয়াখালী গ্রামের রাসেল বয়াতী, দক্ষিণ রাজাপুর গ্রামের মাসুদ মীর, খোন্তাকাটা গ্রামের সাইদুর রহমান মুন্সি, উত্তর সাউথখালী গ্রামের বাদশা শেখসহ অনেকে বলেন, গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং। প্রতিদিন পালাক্রমে ৪/৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে বিশেষ করে ইফতার ও সেহরীর সময় বিদ্যুৎ থাকেনা। ঘনঘন লোডশেডিংয়ের ফলে বরফ উৎপাদন কমে গেছে মৎস্যজীবিদের চাহিদামত বরফ দেওয়া যাচ্ছেনা বলে জানালেন উপজেলার রাজৈর মেঘা বরফ কলের মালিক গোলাম মোস্তফা তালুকদার। অপরদিকে,অত্যাধিক গরম ও খরায় গ্রামে বিশুদ্ধ পানির সংকটে পানিবাহিত ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। প্রতিদিন হাসপাতালে ১০/১৫জন করে ডায়রিয়া রোগী চিকিৎসার জন্য আসছেন। শরণখোলা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ বলেন, গত এক সপ্তাহে শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিয়েছেন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন এর মধ্যে রবিবার (১৬ এপ্রিল) ভর্তি হয়েছেন ৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মুহাম্মদ নুরুল হোসাইন সাংবাদিকদের বলেন, বর্তমান তাবদাহের কারণে সারাদেশেই বিদ্যুৎ উৎপাদন কিছুটা কমে গেছে ফলে লোডশেডিং হচ্ছে। গরমের আধিক্য হ্রাস পেলে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে পল্লী বিদ্যুতের জিএম জানিয়েছেন।#az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *