শুক্র. মে ১৭, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি
“কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি”-এই সেøাগানকে সামনে রেখে বাগেরহাটে নাসিরনগরে আর্ন্তজাতিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (৯ডিসেম্বর) বিকালে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে, সদর উপজেলা পরিষদের অর্থয়ায়নে ও উপজেলা নারী উন্নয়ন ভোরামের বাস্তবায়নে
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনের সভাপতিত্বে ও তহমিনা বেগম মিনুর সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায়।সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক মোজাফ্ফর হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী এ্যাডভোকেট সিতা রাণী দেবনাথ,সাধারন সম্পাদিকা এ্যাডভোকেট পারভিন আহম্মেদ, মহিলা পরিষদের সাবেক সভানেত্রী তহুরা হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম, এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, বেসরকারী ইন্নয়ন সংস্থা রুযপান্তরের শিল্পি আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন“রোকেয়া তৎকালীন সমাজে কুসংস্কার, ধর্মান্ধতা, প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করেছেন। সারাদেশে নারী-শিশু নির্যাতন এক ভয়াবহ রূপ নিয়েছে। ধর্মান্ধতা ও মৌলবাদের সম্প্রসারণ ঘটেছে। তারা এখন ভাস্কর্যের বিরুদ্ধে যারা আস্ফালন দেখাচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে রোকেয়ার চেতনাকে ধারণ করে সমগ্র নারী সমাজকে এগিয়ে আসতে হবে।’’

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *