রবি. মে ৫, ২০২৪
জাকির হোসেন বাদশা ,মতলব উত্তর চাঁদপুরঃ
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বিনামূল্যে বই বিতরণে বিশ্বের রোল মডেল বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার ২০১০ শিক্ষাবর্ষ থেকে সব শিক্ষার্থীকে নতুন বই বিনামূল্যে দেয়া শুরু করে। প্রতি বছর গড়ে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হয়। ২০২০ সালে করোনা মহামারিতে সারাবিশ্ব যখন ঝুঁকির মুখে তখন সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে ২০২১ শিক্ষাবর্ষে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। এটি বিশ্বের কোনো উন্নত দেশ করতে পারেনি। এটি একটি বিশ্ব রেকর্ড।
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরো বলেন, আমি মনে করি একজন শিক্ষার্থীর জন্য অর্থবহ উপহার হলো নতুন বই, আর এই বই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ছাত্র-ছাত্রীর হাতে পৌঁছে দিচ্ছে। নতুন বই হাতে পেলে যেমন শিক্ষার্থীদের মন ভালো হয়, ঠিক তেমনি লেখাপড়ায় আরো মনোযোগী হয়।
রোববার সকালে চাঁদপুর মতলব উত্তর উপজেলার সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, লুধুয়া স্কুল এন্ড কলেজ এবং পূর্ব ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৃথক পৃথকভাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনার প্রতিমন্ত্রী এ কথাগুলো বলেছেন।
বই বিতরন অনুষ্টানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল হাসান, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, অফিসার ইনচার্জ মহিউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার কাইয়ুম খান, ডাঃ এমদাদুল হক মানিক, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এড. আখতারুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মিয়া মোঃ আসাদুজ্জামান, যুব লীগের নেতা শরীফ সরকার প্রমুখ

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *