শুক্র. এপ্রি ২৬, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি,
বাগেরহাটে আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় বাগেরহাট দায়রা জজ কোর্ট আদালত চত্বরে ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ খসরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ¦ মোহাঃ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ তপন রায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ¦, এম.এ সাঈদ, বাগেরহাট জেলা  পুলিশ সুপার (পিপিএম) কে এম আরিফুল হক, জেলা আইনজীবী সমিতি’র সভাপতি ড. এ কে আজাদ ফিরোজ টিপুসহ আরো অনেকে।
ন্যায়কুঞ্জ ভবনটির নির্বান ব্যয় ধরা হয়েেেছ ৫৯.৯ লাখ টাকা। ভবনটিতে ৮০/১০০ জন্য বিশ্রাম নিতে পারবে। এছাড়া ২টি ওয়াস রুম ,১টি মাতৃদুদ্ধ কর্নার, একটি ক্যান্টিনসহ ফ্যান ও পানির ব্যবস্থা থাকবে।
ভিত্তিস্থাপন শুভ উদ্বোধন শেষে বিচারপতি মো. মোঃ খসরুজ্জামান জানান, ন্যায়কুঞ্জ শুধু বাগেরহাটের নয় পর্যায়ক্রমে সারাদেশে এটি স্থাপন করা হবে। al

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *