শনি. এপ্রি ২৭, ২০২৪

খবর বিজ্ঞপ্তি,
গৌরবময় ঐতিহ্যবাহী শতবর্ষী প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ খুলনার ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়োজনে ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই স্থানীয় ক্যাফে ডি এন্টেলিয়াতে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে একটি স্মরনিকা প্রকাশিত হয়। স্মরনিকাকে স্মরণীয় করে রাখতে শিক্ষক প্রফেসর মো. তৌহিদুজ্জামান, প্রফেসর কার্তিক চন্দ্র মন্ডল, প্রফেসর মো: আব্দুল্লাহ হাবিব, এসোসিয়েট প্রফেসর রোকসানা খানম, প্রাক্তন এ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলমগীর কবীর শরীফ পৃথক পৃথক রাইট -আপ দেন। ৯৪-৯৫ সেশনের প্রাক্তন ছাত্র ও দিগরাজ ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ধ্রæব সংকর রায় উক্ত রিইউনিয়নের আহবায়ক এবং ৯৯-০০ সেশনের শুভ্র রেজা যুগ্ন আহবায়কের ভুমিকা পালন করেন। ইংরেজি বিভাগের শিক্ষকগণ ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের পদচারণায় অনুষ্ঠানটি আনন্দ মুখরিত হয়ে ওঠে। শিক্ষকগণ কেক কেটে দিনব্যাপী রিইউনিয়নের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় ও রিইউনিয়নে আইডি কার্ড পরিধান করিয়ে দেয়া হয় এবং রিইউনিয়েেনর সম্মাননা স্মৃতিস্মারক প্রদান করা হয়। অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব, স্মৃতি রোমন্থন, আইডি কার্ড বিতরণ, স্মৃতিস্মারক প্রদানসহ আইসক্রিম, কফি ও মধ্যাহ্নভোজনের আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর মো. তৌহিদুজ্জামান, প্রফেসর কার্তিক চন্দ্র মন্ডল ও প্রফেসর মো. আব্দুল্লাহ হাবিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সেশনের ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৩-৯৪ সেশনের মানস চক্রবর্তী, অনুপ কুমার পাল, বিভূতিভূষণ মন্ডল, মো. মমতাজুল হক, ১৯৯৩-৯৪ সালের মানষ চক্রবর্তী, তাপস কুমার সাহা, বিভ‚তি ভুষন মন্ডল, ১৯৯৪-৯৫ সালের শেখ আসাদুজ্জামান, নাইম ইসলাম, মোঃ সেলিম হোসাইন, এমডি আনিসুর রহমান, মোল্লা খালিদ, এমডি আবুল খায়ের, দিপংকর রায়, রেজিনা আকতার আখি, ধ্রæব শংকর রায়, ১৯৯৬-৯৭ সালের এমডি নাজমুল হক, এমপি মুস্তাফিজুর রহমান ঈসা, দিলারা আহমেদ সুমি, খন্দকার মঞ্জুর আহমেদ, রাকিবুল ইসলাম তরফদার, দেবাশিষ রয়, গোপা রায় চৌধুরী, ১৯৯৮-৯৯ সালের নাজমুস সাকিব, মাহবুব সুমন, আবুল কালাম আজাদ, পিনাক কুমার তরফদার, আসমা ইয়াসমিন, প্রকাশ চন্দ্র নন্দি, অনামিকা রায়, এমডি শাহাদাত হোসাইন, সমির বিশ্বাস, মল্লিক হাবিবুর রহমান, এমপি শরিফুল ইসলাম, মাহমুদ মোস্তফা, এমপি মাকসুদুর রহমান, উত্তম কুমার দে, মুস্তফা আজিজ, অরবিন্দু কুমার মন্ডল, সুমন দাস, এসএম সফিউল আযম হিরন, এজেএম আশরাফুল আল, মিসেস তানজিন আরা, এমপি মুসা হোসাইন, জাবেদ ইকবাল, এমপি মাহমুদুল হাসান, ১৯৯৯-২০০০ সালের এমডি. রবিউল
ইসলাম লিটন, এমপি সাফারুল ইসলাম. এমডি আনসারুজ্জামান, নাহিদ ফেরদৌস নিপা, অনিমেশ হালদার বিপ্লব কুমার রয়, শেখ মুরসিদুল ইসলাম (রাজিব), শেখ মুহিত ফয়সাল, এমডি জাহিদ হোসাইন, সুখদেব দাস, শুভ্র রেজা, রোজিনা পারভিন, রতন বিশ্বাস, রেহনুমা সিদ্দিক মনি, ফারুক হোসেন, মুকুন্দ কুমার মন্ডল, আব্দুল্লাহ আল মাসুদ, শুক্লা বিশ্বাস, লস্কর সোহেল রানা দেবকি মন্ডল, সালমা খাতুন, সত্যজিৎ বিশ্বাস, এসএম নাসরুল্লাহ, মনির হোসেন মিয়া (সোহেল), মনিরা খানম, সবুজ কান্তি শিল, এমডি রফিক-উল-ইসলাম রনি, নাসরীন সুলতানা, এস এম আমান হাসান (সুজা), সায়মা প্রসন্ন রয়, এমডি ইমতিয়াজ হোসেন, স্বপ্না রানী সমদ্দার, সান্তনু বিশ্বাস, সৈয়দ এমডি নুরুজ্জামান, ফয়সাল হোসেন খান (শুভ), সাদমান কুমার হিরা, এমডি আল-আমিন রাকিব, ২০০০-২০০১ সালের বাসুদেব বিশ্বাস, দেব প্রসাদ বিশ্বাস, দেবাশীষ দাস, দেবাশীস বসু, মির্জা জুবেরা সুলতানা মুন্নি, সাবিনা ইয়াসমিন, ইমরান হোসেন, রাজিব ফয়সাল, আসরাফ-উন-নাহার-তানিয়া, মোহাম্মদ আব্দুল্লাহ রাফিজ, তারিন সুলতানা (রাখি), সুব্রত কুমার দাম, গৌতম মালাকার, তুসার কুমার মন্ডল, তুহিন বিশ্বাস, মাথিল্ডা মেন্ডিস, অনুপ কুমার দাস, এমডি. হাজিউজ্জামান, ২০০২-২০০৩ সালের এমডি সহিদুর রহমান, ২০০৩-২০০৪ সালের দেলওয়ারা জাহান (দিলারা), এসকে এমডি সোহেল, এমডি জাহিদুর রহমান, মোসা. শরিফা খাতুন, সফিকুল ইসলাম, মল্লিক মোস্তফা নাহিদ হাসান, রবিন খন্দকার, এসকে সাইদুর রহমান, এমডি হাফিজুর রহমান, এমএম জারিয়াত হোসেন, এমডি রবিউল ইসলাম, এসএম শরিফুল ইসলাম, অনন্দ কুমার মজুমদার, আব্দুল্লাহ আল মাসুম খান, সুলতানা নাদিরা লাবনি, জুবেন্নেসা ইসলাম জেবা, সুলতানা নাদিরা লাবনি, সুমঙ্গল কুমার দাস, রানা মজুমদার, এমডি আশিকুর রহমান, নিত্যানন্দ দাস (জীবন), সিরাজুল ইসলাম নান্নু, গোবিন্দ কুমার নন্দি (জয়), এমডি জাকারিয়া মাসুদ, হিটলার রয়, রাজিয়া সুলতানা, দৌপায়ন মন্ডল, সাইফুল ইসলাম, জিএম মনিরুজ্জামান উল্লাস, এমডি আব্দুল জলিল, রাসেদ বিশ্বাস, এমডি মুনির হুসাইন, ২০০৪-২০০৫ সালের মাহফুজুর রহমান বাপ্পি, ২০০৫-২০০৬ সালের আব্দুর রহমান, ২০০৬-২০০৭ সালের এমডি রবিউল ইসলাম, ২০০৭- ২০০৮ সালের ওবায়দুল ইসলাম শেখ, ২০০৮-২০০৯ সালের আশিকুল ইসলাম সানি।#jl

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *