সোম. মে ১৩, ২০২৪

প্রতিনিধি  বাগেরহাট ।

বাগেরহাটে বাল্য বিবাহ  প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত,
বাগেরহাটে বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে উপজেলা প্রশাসন ও বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচীর উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম। সভায় আরো উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন সরকারী পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, কাজী, ইমাম, এনজিও প্রতিনিধি, যুব প্রতিনিধিবৃন্দ। এ সময় ব্র্যাকের ওই কর্মসুচীর ডেপুটি ম্যানেজার মো: ইসমাইল হোসেন, সেলপ অফিসার মো: আব্দুল হান্নান প্রমুখ। কর্মসুচীর জেলা ব্যবস্থাপক পলাশ হালদার বলেন, সমন্বয় সভার উদ্দেশ্য ছিল বাল্য বিয়ে প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন, বাল্য বিয়ে হ্রাস করণে চ্যালেঞ্জ গুলি চিহ্নিত করা ও ভবিষ্যত কর্মকৌশণ নির্ধারন করা এবং বাল্য বিয়ে প্রতিরোধে কার্যকরি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা।#az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *