রবি. মে ৫, ২০২৪

প্রতিনিধি বাগেরহাট ঃ

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বাগেরহাট মোঃ মামুনুর রশীদ এর নির্দেশনার আলোকে। বাগেরহাটে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরে জেলার প্রধান বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী বলেন,‘অবৈধ ব্যবসায়িক সিন্ডিকেট-এর মাধ্যমে বাজারে পেঁয়াজের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে যাতে মূল্য বৃদ্ধি করতে না পারে, সেজন্য আমরা অভিযান শুরু করেছি।এর অংশ হিসাবে সিমেন্ট রডের দোকানে লাইসেন্স সংক্রান্ত এবং সড়ক পরিবহন আইন ২০১৮ নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা পুলিশ বাগেরহাটের সদস্যগণ সার্বিক সহায়তা প্রদান করেন।জনস্বার্থে জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *