শনি. এপ্রি ২৭, ২০২৪
বাগেরহাট প্রতিনি।
রাতে নিরাপত্তাহীন কমিউনিটি ক্লিনিক বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বুজ ইউনিয়নের সায়েড়া কমিউনিটি ক্লিনিকে চুরি সংগঠিত হয়েছে। জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে সৌর ব্যাটারীসহ অন্যান্য মালামাল নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। সায়েড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি লাকি হীরা বলেন- গত বুধবার ৩ টায় তিনি যথা নিয়মে ক্লিনিক বন্ধ করে বাসায় যায়। বৃহস্পতিবার ও শুক্রবার সরকারী ছুটি কাটিয়ে শনিবার সকাল ৯ টায় ক্লিনিকে এসে দেখতে পাই জানালার গ্রিল কাটা। ভিতরে গিয়ে দেখি সৌর ব্যাটারী (আনুমানিক ২০/২২ হাজার টাকা) নাই। অন্যান্য মালামাল ছড়ানো ছিটানো। ড্রয়ারে রাখা প্রয় ৫০০ টাকা ছিল সেটা নিয়ে গিয়েছে। তাৎক্ষনিক বিষয়টি ক্লিনিক পরিচালনা কমিটি, ইউপি চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য অফিসে জানিয়েছি। একের পর এক বাগেরহাট সদর উপজেলার কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনায় ক্লিনিক সেবাকর্মীদের মাঝে আতংক বিরাজ করছে। ঈদুল ফিতরের ছুটিতে যাত্রাপুর ইউনিয়নের রহিমাবাদ, এর কয়েকদিন আগে বেমরতা ইউনিয়নের কোন্ডলা, জানুয়ারীর এক তারিখে গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট কমিউনিটি ক্লিনিকে একই পদ্ধতিতে চুরি হয়েছে। এর কয়েকমাস আগে বেমরতা ইউনিয়নের চিতলী বৈটপুর, ডেমা ইউনিয়নের পিসি ডেমা, গোটাপাড়া ইউনিয়েনর গাবোরখালী কমিউনিটি ক্লিনিকে চুরি হয়। সব চুরির ঘটনায়ই যথাযথ প্রক্রিয়ায় থানায় অবগত করা হয়। ক্লিনিকের কোন সীমানা প্রাচীর ও রাতে আলোর ব্যাবস্তা না থাকায় এলাকার নির্জন স্থানে কমিউনিটি ক্লিনিকগুলো নিরাপত্তাহীন থাকায় চোরেরা নির্বিঘ্নে চুরি করে সহজে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে। বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী বলেন- চুরির ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশকে অবহিত করেছি। এর আগেও একাধিক কমিউনিটি ক্লিনিক চুরি হয় এবং সব চুরির ঘটনাই বাগেরহাট সদর থানা পুলিশকে যথানিয়মে জানানো হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *