শুক্র. মে ৩, ২০২৪
বাগেরহাট প্রতিনিধি।

হৃদরোগে আক্রান্ত হয়ে ফুল ব্যবসায়ী ও  বাগেরহাট জেলা তাঁতী লীগ প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি রবীন্দ্রনাথ মৃধা রবিবার দুপুরে  (২৮ আগস্ট)বাগেরহাট শহরের  রেলরোড এলাকার নিজ বাস বভনে মৃত্যু বরণ করেছেন।তাতীলীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ।বাগেরহাট জেলা তাতীলীগে  প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি রবীন্দ্রনাথ মৃধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। বাগেরহাট জেলা তাতীলীগের নেতৃবৃন্দু। নেতৃবৃন্দুরা হলেন সাংবাদিক মাসুম হাওলাদার সভাপতি মুক্তি যোদ্ধা সাংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা, সাবেক আহবায়ক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাগেরহাট জেলা তাতী লীগ ও প্রতিষ্ঠাতা আহবায়ক খুলনা মহানগর ও সাবেক খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারী বাংলাদেশ তাতী লীগ সাংবাদিক মাসুম হাওলাদার,বাগেরহাট জেলা তাতীলীগে সাবেক সহসভাপতি সাংবাদিক মিজানুর রাকিব,সাবেক সহসভাপতি হান্নান বেপরী, রফিকুলা ইসলাম , যুগ্ন সাধারন সম্পাদক রোকনুজ্জামান . মাহবুবুর রহমান বাদল’সাবেগ তাতীলগের সাংগঠনিক সম্পাদক  টিটু শরিফ, হেনা পাইক  .অর্থ সম্পাদক.মাহাফুজুর রহমান ,দপ্তর সম্পাদক’মোঃ মুরাদ হোসেন . প্রচার সম্পাদক বেল্লাল গলিফা ,ত্রান ওপূনর্বাসন সম্পাদক আমেনা আক্তার লাকী,তথ্য ও গবেষনা স্পাদক আবু দািইদ রনি ,সমাজ কল্যান সম্পাদক  সারাফাদ হোসেন সরু,ক্ত্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ‘রেজাউল ডাকুয়া.শ্রম ও জনশক্তি সম্পাদক আজমাল হাওলাদার  , আইন সম্পাদক এ্যাড কান্ঞন ফরাজি প্রমুখ। রবীন্দ্রনাথ মৃধার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাগেরহাট জেলা তাতীলীগের সাবেক  নেতারা।বাগেরহাট জেলা তাতীলীগের সাবেক আহবায়ক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুম হাওলাদার বলেন রবীন্দ্রনাথ মৃধা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য  সব সময় কাজ করেছে তিনি আওয়ামী লীগের দুর্দিনে রাজপথের সৈনিক ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *