রবি. এপ্রি ২৮, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে রামপালে শোক দিবসের আলোচনা সভা বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে রামপালে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট সোমবার সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ রামপাল অডিটোরিয়ামে রামপাল উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্বজিৎ শিকদার, উপপরিচালক (রুটিন দায়িত্ব), জেলা তথ্য অফিস বাগেরহাট ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুসাম্মাৎ হোসনেয়ারা মিলি, রামপাল থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়ালিউল ইসলাম।  এছাডাও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ে বিভিন্ন অফস প্রধানগণ ,শিক্ষক প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য সুধীজন । এ আলোচনা সভায় রামপাল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা শোকাবহ আগস্টের বিভিন্ন ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেন । শোককে শক্তিতে রূপান্তরিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে সক্রিয় অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *