শুক্র. এপ্রি ২৬, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি.
সুন্দরবন থেকে শিকারের পর জবাই করে নিয়ে আসা ১৫ কেজি হরিণের মাংসসহ দুই তরুণকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে পুলিশ হরিণের মাংসসহ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
তারা হলেন, শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে আলীরাজ হোসেন (২০) ও একই গ্রামের মো. ইসমাইল হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (২২)।
শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস নিয়ে সোনাতলা গ্রামে চোরা শিকারিরা অবস্থান করছে এই গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এরা তাদের মোটর সাইকেলেযোগে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে পুলিশ আটক করে। তারা এই হরিণের মাংস বস্তায় করে বিক্রির জন্য মোটরসাইকেলযোগে বাগেরহাটের দিকে যাচ্ছি। তারা সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকার করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই দুজনের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।#

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *