বৃহঃ. মে ২, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট’র আয়োজনে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সনাক বাগেরহাটের সভাপতি অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু এর সভাপতিত্বে ভার্চয়ালি এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহমেদ, সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য বাবুল সরদার, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শেখ আদনান হোসেন, সনাক সহ-সভাপতি ফরিদা রহমান, সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব, অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী, টিআইবি‘র এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহমেদ, স্বজন সদস্য পরিতোষ কুমার পাল, শেখ আবু হাছিব, ইয়েস দলনেতা শেখ সৈকত আলী প্রমুখ। মতবিনিময় সভায় বাগেরহাট সদর হাসপাতালের সেবার মানোন্নয়নের লক্ষে চিকিৎস সংকট দুরীকরণ, অভিযোগ বাক্স কার্যকর করা, অভিযোগ নিস্পত্তি কমিটি গঠন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা নিয়মিতকরণ, ঔষধের তালিকা হালনাগাদ রাখাসহ চিকিৎসকদের ডিউটি সময় প্রদর্শণ, চলমান করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা করার জন্য সুপারিশ করা হয়।

smr

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *