শনি. মে ১৮, ২০২৪

 

প্রতিনিধি বাগেররহাট:

বাগেরহাটে শিক্ষার্থীদের যুক্তিভিত্তিক বিতর্কে উৎসাহিত করার লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ অক্টোবর) সদর উপজেলার কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই কর্মশালায় বিদ্যালয়টির ৫২জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাগেরহাট জেলার আয়োজিত কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরুষ্কার বিতরণ করা হয়।

বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এসময় অবসরপ্রাপ্ত শিক্ষক মুখার্জী রবীন্দ্রনাথ, বাগেরহাটের সহকারী স্কাউটস কমিশনার সাকির হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শিকদার রেজাউল কবির বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসনেয়ারা খাতুনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।  বিতর্ক কর্মশালার সার্বিক সমন্বয় করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের যুগ্ম সাংগঠনিক সম্পাদক এবং খুলনা অঞ্চল বাগেরহাট জেলার জেলা সমন্বয়ক আবিদা সুলতানা। কর্মশালা পরিচালনা করেন ডিবেট ফেডারেশন খুলনা অঞ্চলের সহকারী পরিচালক  রাগিব হাসিন, কার্যনির্বাহী সদস্য রাফিদুল ইসলাম এবং বিতার্কিক জামির ফয়সাল।#

tn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *