শুক্র. মে ৩, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।
“সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বাগেরহাটে র‌্যালী ও মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এবং রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের আয়োজনে মঙ্গলবার বিকেলে এ কর্মসুচী পালন করা হয়। বাগেরহাট সদর ব্র্যাক অফিসের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে খুলনা-বাগেরহাট মহাসড়কের সোনাতলা মোড়ে গিয়ে র‌্যালী শেষ হয় এবং এখানে মানববন্ধন করা হয়। উক্ত র‌্যালী ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন। এ সময় আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো: নুরুল ইসলাম, জেলা ব্যবস্থাপক (সেলপ) পলাশ হালদার, এরিয়া ম্যানেজার (দাবি) মো: মনিরুজ্জামানসহ ব্র্যাকের অন্যান্য কর্মীবৃন্দ, নাট্যকর্মী, ইয়্যুথ সদস্য, পল্লীসমাজ সদস্য, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীবৃন্দ ও স্থানীয় জনগণ এ মানববন্ধনে অংশ নেয়।#

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *