বৃহঃ. মে ২, ২০২৪

মাসুম হাওলাদার বাগেরহাটঃ

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ৯টায় বাগেরহাট শহরের ডাকবাংলো ঘাটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসন পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ,কৃষক লীগ. প্রেসক্লাব,কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ,বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন ,জেলা আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট হেমায়েত উদ্দিন, সরদার ফকরুল আলম সাহেব, আহাদ উদ্দিন হায়দার.আকতারুজ্জামান বাচ্চু.বশিরুর ইসলামসহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন, নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে গার্ড অব অনার ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ##

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *