শনি. মে ৪, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ

‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব’ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এই বিশ্ব এইডস দিবস উপলক্ষে মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে শহরের কচুপট্রি এলাকায় বেসরকারী উন্নয়ন সংস্থা বাগেরহাট ডিআইসি পায়াকট বাংলাদেশ এর কার্যালয়ে যৌনকর্মী শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি । বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর তানিয়া খাতুন, সাংবাদিক আলী আকবর টুটুল, মো. মাসুদুল হক, আইনজীবী এনায়েত হোসেন, সদর পুলিশ ফাড়ির টিএসআই নজরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন, ডি আই সি ম্যানেজার, আব্দুল্লাহ আল মামুন, আউটরিচ সুপার ভাইজার মো: জিয়াউল হক, মেডিকেল এ্যাসিস্ট্যান্ট কাম কাউন্সিলরপিংকি রায় প্রমুখ। পরে চিত্রাংকন প্রতিযোগিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, এইডস একটি ভয়ানক সংক্রামক রোগ। এইচআইভি নামক ভাইরাস রক্তে প্রবেশ করলে মানবদেহে রোগপ্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। তখন অনেক রোগ একত্রে আক্রমণ করে ওই মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। সকল যৌনকর্মীদের সচেতন হতে হবে। এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে সারাবিশ্বে ১ ডিসেম্বর এ দিবসটি পালিত হয়ে আসছে।##

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *