বুধ. মে ১৫, ২০২৪

 

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট পুষ্টি উন্নয়নে অংশগ্রহণ মূলক সমন্বিত প্রকল্পের সিএসও সদস্যদের ও এজিওদের সমন্বয়ে ২দিন ব্যাপী পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় পুষ্টির মানউন্নয়নের লক্ষে জেলার ৪টি উপজেলার বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দসহ সিএসও সদস্যরা অংশ গ্রহন করেন।
পুষ্টি উন্নয়নে অংশগ্রহন মূলক সমন্বিত প্রকল্পের আওতায় শনি ও রবিবার ২দিন ব্যাপী চিংড়ি গবেশনা প্রশিক্ষন কেন্দ্রের অডিটরিয়ামে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির সদস্য সাংবাদিক বাবুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন ক্যাম্পেইন কোয়াডিনেটর তসলিম আহম্মেদ টংকারের, রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী খালেদা হোসেন মুন, এস বি সি সি স্পেশালিষ্ট ইলিয়াছ হোসেন, ওয়াস অফিসার প্রশান্ত চক্রবর্তী।উক্ত কর্মশালায় সমাপনি অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, বাধনের নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, প্রধান শিক্ষক ঝিমি মন্ডল, কিশোর কিশোরী ফোরামের সভাপতি অঙ্গনা চক্রবর্তী ও সাধারণ সম্পাদক আহনাফ আদেল হায়দার অনিরুদ্ধ প্রমুখ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *