বৃহঃ. মে ২, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি,
বাগেরহাটে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স এর ৭২ ঘন্টা ব্যাপী এজেন্ট প্রশি¶ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) সকাল ৯ টায় বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। ন্যাশনাল লাইফ ইনসুরেন্স বাগেরহাট জোন প্রধান অনিমেশ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশি¶ণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রশি¶ণ ও এজেন্সি বিভাগ প্রধান কার্যালয়ের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহাবুব নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা এরিয়া প্রধান মোঃ লিটন হাওলাদার, সিনিয়র ফ্যাকাল্টি একাডেমী অফ লানিং লিমিটেড মোঃ মোশফেকুল করীম, জনবীমার বাগেরহাট জোন প্রধান মোঃ সেলিম খান, মোড়েলগঞ্জ জোন প্রধান মোঃ মোহাসীন হুসাইন প্রমুখ।
৭২ ঘন্টা ব্যাপী এই এজেন্ট প্রশি¶ন কর্মশালা বাস্তবায়ন করছে একাডেমি অব লার্নিং লিমিটেড। কর্মশালায প্রায় ২০০ জন কর্মী অংশ গ্রহন করে। আগামী ০২ মে পর্যন্ত এই প্রশি¶ণ কর্মশালা চলবে।

il

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *