বৃহঃ. মে ২, ২০২৪

 

প্রতিনিধি বাগেরহাট:

বাগেরহাটে নারীর প্রতি বৈষম্য রোধে মানববন্ধন ,

আন্তর্জাতিক “সিডও” দিবসে বাগেরহাটে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে নারীর প্রতি বৈষম্য রোধের উদ্দেশ্যে নারীর প্রতি বৈষম্য রোধে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মহিলা পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা মহিলা পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, মহিলা পরিষদের সহ সভাপতি তহমিনা বেগম মিলু, লিগ্যাল এইড সম্পাদক জ্যোৎনা দেবনাথ, অর্থ সম্পাদক নাদিরা আকরাম , প্রোগ্রাম এক্সিকিউটিভ অফিসার মাহাবুবা রহমান পিয়া প্রমুখ। বক্তারা নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ (সিডও) গৃহীত হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বাক্ষরের মধ্য দিয়ে ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে সনদটি কার্যকর হতে শুরু করে। এরপর থেকেই এই সনদে স্বাক্ষরকারী দেশগুলো প্রতি বছরের ৩ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সিডও দিবস হিসেবে পালন করে।#

tn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *