রবি. এপ্রি ২৮, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি,
“আমার ভ্যাট আমি দিব, কেনার সময় চালান নিব” এই প্রতিপাদ্যে বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের স্টেডিয়ামের পাশে থাকা রাজস্ব কর্মকর্তার কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে ভ্যাট সপ্তাহের উদ্বোধন করেন, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এর অতিরিক্ত কমিশনার মো: সফিউজ্জমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা ডেপুটি কমিশনার পূরবী সাহা, রাজস্ব কর্মকর্তাবৃন্দ এবং সহকারী রাজস্ব কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচীতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বাগেরহাট এর আওতাধীন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, বাগেরহাট কর্তৃক নিবন্ধন গ্রহন ও দাখিলপত্র পূরণ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করা হয়।##mn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *