সোম. মে ৬, ২০২৪

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট পৌর ও সদর উপজেলা বিএনপির আয়োজনে সরুইস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম। প্রধান বক্তা ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. অহিদুজ্জামানা দিপু।বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাদীউজ্জামান হিরো, বিএনপির নেতা সহিদুল ইসলাম স্বপন, মেহেবুবুল হক কিশোর, এ্যাড এসএম সাজ্জাত হোসাইন, নকিব মহিদুল ইসলাম,বাগেরহাট জেলা মহিলা দলের সম্পাদিকা শাহিদা আক্তার, সেচ্চাসেবক দলের সাধারন সম্পাদক তানু ভুইয়া, বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারন সম্পাদক আলী দ্বীপ,মুক্তিযুদ্ধা প্রজম্মদলের ঢাকা দক্ষিনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবাইদুল ইসলাম জুযেল, সরদার রেজাউল হোসেন চল, আলম মোল্লা, মোস্তাফিজুর রহমান, আনিসুর রহমান, খায়রুল আজাদ আরজু, যুবদল সহ সভাপতি নাজমুল হুদা,, সেচ্চাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল, শ্রমিক নেতা তাপস কুমার রায়, হেদায়েতুল ইসলাম, এমডি মহাসিন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।

 

 

 

 

 

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *