সোম. এপ্রি ২৯, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিঠুন বালা(২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এসময় দুই মোটরসাইকেলের চালক পরিতোষ মন্ডল (২৫) ও আইয়ুব মোল্লা (২৩) আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নিহত মিঠুন বালা উপজেলার দত্তডাঙ্গা গ্রামের স্কুল শিক্ষক নির্মল বালার ছেলে। আহত পরিতোষ মন্ডল চাউলটুরী গ্রামের বিবেশ্বর মন্ডলের ছেলে এবং আইয়ুব মোল্লা একই এলাকার হুমাউল মোল্লার ছেলে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, উপজেলার কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিঠুন বালা নামে একজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। দুই মোটরসাইকেল চালক আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে বলে জানান তিনি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *