শুক্র. এপ্রি ২৬, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে হুহু করে বাড়ছে করোনা সংক্রমন। গেল ২৪ ঘন্টায় (শুক্রবার পাওয়া রিপোর্ট) ১২২ জনের নমুনা পরীক্ষায় বাগেরহাট জেলায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৫৩ দশমিক ২৮ ভাগ। তবে পরীক্ষার হিসেবে শনাক্তের হার জেলার মোংলা উপজেলায় সব থেকে বেশি। মোংলায় ৮জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই হিসেবে শনাক্তের হার দাড়িয়েছে ৭৫ শতাংশ। এছাড়া বাগেরহাট সদরের ৬৩ দশমিক ১৬ শতাংশ, মোল্লাহাটে ৬১ দশমিক ৫৪ শতাংশ, শরণখোলায় ৬১ দশমিক ১১ শতাংশ। অন্যান্য উপজেলায় শনাক্তের হার ৫০ শতাংশের নিচে রয়েছে।
গেল ২৪ ঘন্টার রিপোর্ট নিয়ে এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭ হাজার ৬৪৮ জন। আক্রান্তদের মধ্যে সরকারী হিসেবে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৯৬০ জন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন বলেন, জেলার ৯টি উপজেলার মধ্যে ৭টিতে ১২২ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অবাধে চলাফেরা করার কারণে দ্রুত সংক্রমন বাড়ছে। এটাকে নিয়ন্ত্রনের জন্য জেলা প্রশাসনের সহযোগীতায় প্রচেষ্টা চালানো হচ্ছে। বাগেরহাটে করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান জেলা সিভিল সার্জন।

ssn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *