বুধ. মে ১৫, ২০২৪

উত্তাল সংবাদ ডেস্ক।

বাগেরহাটের শরণখোলা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে কাশেম খলিফা (৫৫) নামে শ্রমিক লীগের এক নেতার মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সময় উপজেলা রায়েন্দা বাজারে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। গত ৭ জুলাই শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের মো. রহিম খলিফার ছেলে মো. কাশেম খলিফার (৫৪) জ্বর ও শর্দি-কাশি নিয়ে শরণখোলা হাসপাতালে যান।
এসময় কর্তব্যরত ডাক্তার তার নমুনা সংগ্রহ করে খুলনার পিসিআর ল্যাবে পাঠান। সেখান থেকে রোববার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে তিনি তার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিল। সোমবার দুপুরের পর থেকে তার শ্বাস কষ্ট বেড়ে গিয়ে সন্ধ্যা পৌনে ৬ টায় তার মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে মৃত কাশেম খলিফা উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন বলে জানা গেছে।এনিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট৭জনের মৃত্যু হলো। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন , বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে রয়েছেন বাগেরহাট সদর উপজেলায় ৮ জন, শরণখোলা উপজেলায় ২ জন ও মোংলা উপজেলায় ২জন। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২৩ জনে। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। ১৯০ জন সুস্থ্য হয়েছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *