শুক্র. এপ্রি ২৬, ২০২৪

 বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলা সিপিবির সাবেক সভাপতি কমরেড রেজাউল করিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বিকেলে বাগেরহাট এসি লাহা মিলনায়তনে সিপিবি, বাগেরহাট জেলা শাখার আয়োজনে এই স্মরণ সভা অনুষ্টিত হয়।
সিপিবির বাগেরহাট জেলা সভাপতি এ্যাড: তুষার কান্তি বসুর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ফররুফ হাসান জুয়েল, কমরেড কাজী সোহরাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মানিক লাল মজুমদার, শরীফুজ্জামান শরিফ, মৃন্ময় মন্ডল, ডা: মনোজ দাস, পেয়ারা বেগম, শাহাদৎ হোসেন বাচ্চু, তুষার কান্তি দাস, সরদার আনসার উদ্দিন, আকরাম হোসেন, বি.এম সামছুদ্দোহা, খান সেকেন্দার আলী, নন্দিনী লোপা, বেল্লাল হোসেন বিদ্যা, বাগেরহাট প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি বাবুল সরদার প্রমুখ।
কমরেড রেজাউল করিমের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, এ্যাড: রেজাউল ছিলেন ফিনিক্স পাখির মত। বার বার জেগে উঠেছেন, আমরণ প্রতিকুলতার বিরুদ্ধে শোষন মুক্তির জন্য লড়েছেন। তিনি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ছিলেন সর্বদা সোচ্চার। সবচেয়ে সরব মানুষ। ব্যক্তি হিসেবে তার সকল সীমাবদ্ধতা ছাপিয়ে গিয়েছিল এই প্রতিবাদী চরিত্রের কারনে। #

ssn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *