সোম. এপ্রি ২৯, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে পেট্রোকম কোম্পানির ধানের বীজ ও মাজরা পোকা দমনকারী ঔষুধ ব্যবহারকারীদের ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডিলার ও রিটেইলাররা। সোমবার (১০জুলাই) সকালে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলায় ক্ষতিগ্রস্ত ডিলার ও রিটেইলারের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেসার্স ফরহাদ ট্রেডাসের সত্বাধিকারী ক্ষতিগ্রস্ত ডিলার শেখ সুমন ।
তিনি লিখিত বক্তব্যে বলেন, পেট্রোকম বাংলাদেশ লিমিটেড কোম্পানি বছরের শুরুতেই ধানের বীজ এবং মাজরা পোকা দমনের জন্য ফাটেরা নামক একটি ঔষাধ বাজার জাত করে। কোম্পানি র ডিলার হিসাবে ধানের বীজ ও মাজরা পোকা দমনের জন্য ফাটেরা নামক ঔষধটি বিক্রয়ের জন্য আমাকে দেয়। এবং কোম্পানির প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তারা জেলার বিভিন্ন এলাকার রিটেইলার ও চাষীদের অধিক ফলোনের আশা দেখিয়ে ধানের বীজ ও ঔষাধ বিক্রয় শুরু করে। বাগেরহাটের বিভিন্ন উপজেলার রিটেইলাররা চাষীদেররা ওই কোম্পানির ধানের বীজ দিয়ে বীজতলা তৈরি করার চেষ্ট করেন। কিন্তু চাষীরা পেট্রোকম কোম্পানির ওই বীজ থেকে চারা উৎপাদনে ব্যার্থ হয়। ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার চাষীরা। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত চাষীরা পেট্রোকম বাংলাদেশ লিমিটেড কোম্পানির কাছে ক্ষতি পুরণ দাবী করেছে ক্ষতিগ্রস্ত ডিলার ও রিটেইলারা। এ বিষটি নিয়ে স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ঠ কৃষি সম্প্রসারন অধিদপ্তর এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে। rj

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *