শুক্র. মে ১৭, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে ‘অপরাজিতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে’ রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রূপান্তরের আয়োজনে বুধবার (২২ডিসেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের সভাপতিত্বে ও রুপান্তরের সদর উপজেলা সমন্বয়কারি শিল্পি আক্তারের সঞ্চলনায় বাগেরহাট ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় অন্যান্য দের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামি লীগের যুগ্ম সাধারন সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, জেলা মহিলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট শরিফা হেমায়েত, জেলা যাতীয়তা বাদী মহিলাদলের সাধারন সম্পাদক শাহিদা আক্তার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু, জেলা জাতীয় পাল্টির সহ- সভাপতি রুহুল আমিন হাওলাদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট সেলিম আজাদ, কচুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, বাগেরহাট পৌর সভার প্যানেল মেয়র তানিয়া খাতুন, পৌর কাউন্সিলর আসমা আজাদ, রুপান্তরের প্রতিনিধি আতাবুর রহমান টিপু, সহ সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও অপরাজিতা নারীরা বক্তৃতা করেন। আয়োজিত এ মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাদের কাছে রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণের দাবী তুলে ধরেন অপরাজিতা নারীরা।

.rj

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *