শুক্র. এপ্রি ২৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক উত্তাল সংবাদ:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এজন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এটি আরও শক্তিশালী হয়ে রাতের মধ্যে ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’পরিণত হতে পারে। যা শনিবার (৪ ডিসেম্বর) সকালে ভারতের উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ সুন্দরবন, সাতক্ষীরাসহ আশেপাশের এলাকায় তীব্র ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এর প্রভাবে ইতোমধ্যে ভারতে বৃষ্টি শুরু হলেও বাংলাদেশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, আজকের মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’এ পরিণত হবে। এটি ভারতের উড়িষ্যা উপকূলের উপর দিয়ে যেতে পারে। এর কিছু প্রভাব বাংলাদেশের সুন্দরবনসহ সাতক্ষীরা, খুলনাসহ আশেপাশের এলাকায় পড়বে। তবে আজ এখন পর্যন্ত কোথাও ঝড়ো হাওয়া বা বৃষ্টির শংকা নেই। আজ দিবাগত রাতের পর ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা শুধু সাগরে ১ নম্বর দূরবর্তী সংকেত দিয়েছি। নদীতে কোনও সংকেত নেই। আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে।

b,alo

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *