সোম. মে ৬, ২০২৪

প্রতিনিধি বাগেরহাট: জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান বাগেরহাট সদর উপজেলার ৩২টি কমিউনিটি ক্লিনিকে ১৫ আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সকল সদস্যদের প্রতি ৪৫ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলী ব্যানার প্রদর্শন, আলোচনা সভা. দোয়া মিলাদসহ সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী দিক নির্দেশনায় দিবসটি যথাযথভাবে পালন করেছে কমিউনিটি ক্লিনিকের প্রান সিএইচসিপিসহ অন্যান্য সেবাকর্মীরা। সদর উপজেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশনের সভাপতি আ: জব্বার দর্জি ও সাধারন সম্পাদক সুবর্না তালুকদার বলেন করোনা সংকটময় সময়ে এবার বড় পরিষরে আয়োজনের সুযোগ না হলেও প্রতিটা ক্লিনিকেই সামাজিক দুরত্ব মেনে আগতের মাঝে দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করা হয়। করোনা সংক্রমন রোধে মাস্ক ব্যাবহার,সামাজিক দুরত্ব মানাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী বলেন- ১৫ আগষ্টে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও দিবসের তাৎপর্য তৃনমুল মানুষের মাঝে তুলে ধরতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *