শুক্র. মে ৩, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাগেরহাটে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ শওকত হোসেন, মুক্তিযোদ্ধা ঋষিকেশ বাবু, শিবপদ ঘোষ, খসরু আহম্মেদ.মল্লিক মোহাব্বাত, আব্দুল হাকিম, নজু মল্লিক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বাগেরহাট জেলা সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার প্রমুখ। মানববন্ধনে বাগেরহাট সদর উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধারা অংশগ্রহন করেন।বক্তারা বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। সেই বঙ্গবন্ধুর অবমাননা আমরা মুক্তিযোদ্ধারা সহ্য করব না। যুদ্ধ ছেড়ে দিয়েছি, অস্ত্র জমা দিয়েছি, কিন্তু প্রশিক্ষন রয়েছে আমাদের। সোনার বাংলাদেশে আর একবার যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা হয়, তাহলে মুক্তিযোদ্ধারা বসে থাকবে না। মৌলবাদীদের উচ্ছেদ করতে বীর মুক্তিযোদ্ধারা আবারও ঝাপিয়ে পড়বে বলে হুশিয়ারি দেন বক্ততারা ।##

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *