রবি. মে ৫, ২০২৪

 

মাসুম হাওলাদার বাগেরহাট

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার ফেলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। রবিবার বিকেলে (৬ ডিসেম্বর) মিছিলটি বাগেরহাট শহরের রেলরোড়স্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকও জেলা পরিষদের চেয়াম্যান বীর মুক্তিযোদ্বা  শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা এ্যাড ফরিদ উদ্দিন, এ্যাড হেমায়েত উদ্দিন, সরদার ফখরুল আলম সাহেব, নকিব নজিবুল হক নজু, আহাদ উদ্দিন হায়দার , আক্তারুজ্জামান বাচ্চু, শেখ বশিরুল ইসলাম, ইবনে মিজান হিরু, তালুকদার আব্দুল বাকী,যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন,,শ্রমিক লীগ সভাপতি রেজাউল রহমান মন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এ্যাড সীতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদক এ্যাড.শরিফা খানম, তালুকদার রীনা সুলতানা, রিজিয়া পারভিনসহ আওয়ামীলগের সকল সহযোগি সংগঠনের নেতা কর্মিরা  প্রমুখ।বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির অস্তিত্ব। বাঙ্গালী জাতির ইতিহাস, ঐতিহ্যের সাথে মিশে আছেন তিনি। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কথা চিন্তা করা যায় না। কিন্তু ধর্মীয় নেতা বাবু নগরী ও মামুনুলহক বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে যে কথা বলেছে তা বাঙ্গালী জাতি মেনে নিবে না। বাবু নগরী ও মামুনুলহককে অবিলম্বে জাতির কাছে নি:শর্ত ক্ষমা চেয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেয়া উস্কানীমুলক বক্তব্য প্রত্যাহারের আহবান জানান ও রাতের অন্ধকারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে ভাস্কর্য ভাঙ্গায় জড়িত দের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান।##

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *