শনি. এপ্রি ২৭, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ

ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি, কটুক্তিকারীকে গ্রেফতার করে পরিস্থিতি শান্ত করেছে পুলিশ।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তি করায় চন্দন হালদার (২০) নামে একজন হিন্দু কলেজ ছাত্র কে গেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই যুবক রাজাপুর গ্রামের অজিত হালদারের ছেলে। সে মোরেলগঞ্জ উপজেলার সরকারি এস এম কলেজের ¯œাতক প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। উত্তেজনার খবর পেয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকী এবং থানার ওসি মোঃ ইকরাম হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরিস্থিতি শান্ত করতে তাৎক্ষণিক তারা বাজারের সমস্ত দোকানপাট বন্ধ করে লোকজনকে সরিয়ে দেন। ওই হিন্দু পরিবারের বাড়িঘরে পরবর্তী হামলার আশঙ্কায় যুবকের বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে। সম্প্রতি হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতে পিজেপি নেত্রী নুপুর শর্মার কুরুচিপূর্ণ মন্তব্যের রেশ কাটতে না কাটতেই ইসলাম ধর্ম নিয়ে মন্তব্য করায় শরণখোলার রাজাপুর গ্রামের মুসলিম সম্প্রদায় মানুষের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায় সন্ধ্যার দিকে চন্দন হালদারকে তার বাড়ি থেকে ধরে রাজাপুর বাজারে নিয়ে আসে উত্তেজিত জনতা। এ সময় বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ কবির তালুকদারসহ কয়েকজন ওই যুবককে তাদের কাছ থেকে উদ্ধার করে। এ খবর পেয়ে সন্ধার পরপরই মানুষ জড়ো হয়ে রাজাপুর বাজারে বিক্ষোভ করে। শরণখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেন জানান, চন্দন হালদার নামে এক যুবক তার ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করায় স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। উত্তেজিত জনতা ওই যুবককে ধরে আনার পর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে বাজার কমিটির সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে ওই যুবক রক্ষা পায়। পরে ওই যুবককে আটক এবং বাজার বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। হিন্দু পরিবারটির বাড়িঘরে হামলা এড়াতে ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, এরআগে গত ১২ জুন সন্ধ্যায় চিতলমারী উপজেলার কুনিয়া এলাকায় ইসলাম ধর্ম নিয়ে মন্তব্য করায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হলে দীপক সরকার(৩২) নামের একজন সেলুন শ্রমিক কে গ্রেফতার করে পুলিশ। দীপক সরকার স্থানীয় চিংগুড়ী গ্রামের মৃত নিরোধ সরকারের ছেলে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি মামলা হয়েছে বলে জানান থানার ওসি এইচএম কামরুজ্জামান।#az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *