বৃহঃ. মে ২, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি,
সারা দেশের মতো বাগেরহাটেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‘সোনায় বিনিয়োগ-ভবিষ্যতের সঞ্চয়’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (১৭ জুলাই) দুপুর আড়াইটায় বাগেরহাট শহরের স্বর্ণকারপট্টীস্থ বাজুস জেলা কার‌্যালয়ের সামনে থেকে একটি র‌্যাবলী বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে র‌্যা লীটি পুনরায় বাজুস কার‌্যালয়ের সামনে এসে শেষ হয়।
র‌্যা লীতে বাজুস, বাগেরহাট জেলা শাখার সভাপতি শ্যামল কুমার সরকার, সাধারণ সম্পাদক নিলয় কুমার ভদ্র,সহ-সভাপতি গনেশ চন্দ্র বকসী, মোঃ এমাম হোসেন, ভোলা নাথ দাস, , সহ-সাধারণ সম্পাদক অশোক কুমার বকসী, অসীম সরকার, প্রভাষ চন্দ্র ভদ্র, বাজুস বাগেরহাট জেলা শাখার উপদেষ্টা সঞ্জয় কুমার বকসী, বাজুস নেতা উত্তম বকসী, শ্যামল বকসী, প্রবীর সরকার, সুভাস চন্দ্র ঘরামী, স্বপন ভদ্র, সম্ভু বকসীসহ স্বর্ণ ব্যবসায়ী ও কারিগররা অংশগ্রহন করেন।
র‌্যা লী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বিশিষ্ট ব্যবসায়ী সায়েম সোবহান আনভীর বাজুস কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে স্বর্ণ ব্যবসায় আমুল পরিবর্তন এসেছে। স্বর্ণ ব্যবসায়ীদের সম্মান বৃদ্ধিতে তিনি নানা উদ্যোগ নিয়েছেন। সারাদেশের সকল জুয়েলারি ব্যবসায়ীদের এক করে দিয়েছেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। তার উদ্যোগের কারণে বাংলাদেশে জুয়েলারি সেক্টরে বিপ্লব ঘটেছে। বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর নেতৃত্বে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে যাবে স্বর্ণ ব্যবসা বলে জানান বাজুস নেতারা। al

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *