বুধ. মে ১৫, ২০২৪

প্রতিনিধি বাগেরহাটঃ
বাগেরহাটের বিতর্কিত অর্থলগ্নিকারি প্রতিষ্ঠান নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে লগ্নিকরা টাকা ফেরত না পেয়ে সুমন সেখ (৩৪) নামের একজন গ্রাহক গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সুমন সেখ বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি গ্রামের শেখ হাবিবুর রহমান হবুর ছেলে। বিলম্বে প্রাপ্ত তথ্যমতে সুমন সেখ নিজের গরু বিক্রি করা ও মজুরি খেটে জমানো মোট ৩ লাখ টাকা নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে লগ্নি করে। প্রতিষ্ঠানের কমিশন এজেন্ট হাফিজ পাইকের মাধ্যমে এ টাকা লগ্নি করলেও সুমন সেখ আর টাকা ফেরত পায়নি। যদিও নিউ বসুন্ধরার এমডি ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের বাগেরহাট জেলা মোজাহিদ কমিটির সভাপতি তালুকদার আব্দুল মান্নানসহ তার অন্যতম সহযোগিদের বিরুদ্ধে মামলা হয় এবং আসামিরা জেল হাজতে চলে যায়। এসব কারনে লগ্নি করা অর্থ আর ফেরত পাবেনা বলে চিন্তায় পড়ে। এতে সংসারে অশান্তি শুরু হয়। এক পর্যায়ে সুমন সেখ গত শুক্রবার রাতে নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্য করে। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ পরেরদিন সকালে সুমনের মৃতদেহ উদ্ধার করে জেলা সদর হাপাতালে লাশের ময়না তদন্ত সম্পন্ন করে। এ বিষয়ে স্থানীয় বিষ্ণুপুর ইউপি চেযারম্যান মাসুদ রানা বাবুল সোমবার দুপুরে এ প্রতিবেদক কে বলেন নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট নামের বিতর্কিত ওই প্রতিষ্ঠানে লগ্নি করা অর্থ ফেরত না পাওয়ায় সুমন সেখ দিশেহারা হয়ে পড়ে এবং সবার অজান্তে ঘরের মধ্যে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, সুমনের লাশের সুরহতাল করে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।#

ad

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *