শনি. এপ্রি ২৭, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।

সেতু টোলে প্রকৌশলীকে হত্যা ঘাতক পিকআপ হেলপার মিজান অবশেষে গ্রেফতার, পিকআপ জব্দ,
বাগেরহাটের চিতলমারী সড়কের মুনিগঞ্জ সেতু টোলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীকে হত্যার ঘটনায় ঘাতক পিকআপ হেলপার মিজানুর রহমান কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে খুলনার তেরখাদা এলাকা থেকে রং পরিবর্তন কালে পিকআপটিও জব্দ করা হয়। গ্রেফতার চালক মিজানুর রহমান বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের এসকেন্দার সেখের ছেলে। তাকে শুক্রবার বিকেলে জেলার মোল্লাহাট উপজেলার গাওলা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতার পিকআপ চালক মিজান মাদকাসক্ত এবং পিক-আপে গরু চুরিসহ নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত বলে প্রচার পেয়েছে। প্রসঙ্গতঃ গত ২২ মে সকালে মুনিগঞ্জ সেতু টোলে মোটর সাইকেল নিয়ে দাড়িয়ে থাকা ইউএনডিপির প্রকৌশলী মশিয়ার শেখ কে পিকআপে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মশিয়ার শেখ ঘটনাস্থলে নিহত হন। এসময় অপরপাশে মটরসাইকেল নিয়ে দাড়ীয়ে থাকা সাংবাদিক আজাদুল হক ও কয়েকজন ইজিবাইক যাত্রী আহত হয়। এ ঘটনায় ওইদিন বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা হয়। প্রেস বিফ্রিং এ বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক সাংবাদিকদের বলেন, ঘটনার দিন বাগেরহাট-চিতলমারী সড়কের বাংলা বাজার এলাকায় ট্রাকটি দাঁড় করিয়ে ট্রাকের চালকের আসনে বসে থাকা মিজানুর মাদকসেবন (গাঁজা) করছিলেন। এসময় স্থানীয় কিছু লোক তা দেখে ফেললে ট্রাক চালক ধরা পড়ার ভয়ে আর না দাঁড়িয়ে গাড়ী ছেড়ে সামনের দিকে রওনা করেন। স্থানীয়দের হাতে ধরা পড়ার ভয়ে মাদকসেবন অবস্থায় বেপরোয়াগতিতে রাস্তায় গাড়ী চালাতে থাকেন। মুণিগঞ্জ এলাকায় পৌছে ওই গাড়ীর চালক দেখেন টোল প্লাজার সামনে বাঁশের ব্যারিকেড দেয়া। তার ধারনা ছিল এই চেকপোস্টে তাকে আটকে দেয়া হতে পারে এজন্য তিনি বাঁশের ব্যারিকেড ভেঙে মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে পালিয়ে যান। এতে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত এক ইউএনডিপির কর্মকর্তা নিহত হন। আহত হন আরো কয়েকজন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের হাতে আটক মিজানুর তা স্বীকার করেছেন। পুলিশের হাতে আটক হওয়া এই ব্যক্তি প্রকৃত চালক নন। তিনি ওই গাড়ীর চালকের সহকারি ছিলেন। এসময় গাড়ীর চালক ত্রা পাশে বসা ছিলেন। গাড়ীর চালককে আটকের চেষ্টা চলছে। তাকে আজ আদালতে পাঠানো হচ্ছে। তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে

বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুর রহমান সাংবাদিকদের জানান, সিসি ক্যামেরা ফুটেজ দেখে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে বাগেরহাট মডেল থানা পুলিশ মোল্লাহাটের গাওলা এলাকা থেকে ওই পিকআপ চালককে আটক করে। এর আগে ঘাতক পিকআপটি খুলনার তেরখাদা এলাকা থেকে জব্দ করা হয়। ট্রাকের রঙ পরিবর্তন করে লুকিয়ে রাখা হয়েছিল। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।#ad

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *