শুক্র. এপ্রি ২৬, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোংলায় এক গৃহস্থের পালিত একটি পাতি হাঁস কালো ডিম পেড়েছে। হাঁসের মালিকের দাবি অন্তত ১৭ দিন ধরে একটি পাতিহাঁস এই কালো ডিম পেড়ে যাচ্ছে। কালো ডিম দেখতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের ঠোটেরডাঙ্গা গ্রামের নাজমা বেগমের (২৭) বাড়ীতে ভিড় করেছেন স্থানীয়রা।
নাজমা বেগম সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে বাড়িতে হাস পালন করি। কখনও এমন দেখিনি। হঠাৎ করে ১৭দিন আগে হাঁসের খোপে অন্যান্য ডিমের সাথে একটি কালো ডিম পাই। এরপর প্রতিদিন কালো ডিম পেয়েছি। সর্বশেষ শনিবার সকালেও একটি কালো ডিম পেয়েছি। রবিবার (২৫ সেপ্টম্বর) সাকলে পাইনি। তবে ডিমটি কালো হলেও ডিমের ভিতরের সাদা অংশ ও কুসুম অন্যানয় ডিমের মত স্বাভাবিক রয়েছে।
বাগেরহাট জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফর রহমান জানান, মোংলায় একটি হাস কালো ডিম পেড়েছে, এমনটি আমরা জেনেছি। হাঁস বা মুরগির কালো ডিম পাড়া অসম্ভব কোন বিষয় না। ডিমের খোসার ক্যালসিয়াম ও এক ধরণের পিগমেন্ট যুক্ত আবরণ থাকে। খাবার এবং পরিবেশের কারণে কিছু হাঁস বা মুরগির পিগমেন্ট কালো হয়ে যায়। কালো হওয়া পিগমেন্টধারী হাঁস বা মুরগির ডিম কালো হতে পারে।#

rj

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *