শনি. মে ১৮, ২০২৪

প্রতিনিধি বাগেরহাট।

পল্লী চিকিৎসক প্রশিক্ষন কেন্দ্র সিলগালা, মালিক কে অর্ধ লক্ষ টাকা জরিমানা,
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা সদরে বেআইনীভাবে পরিচালিত একটি পল্লী চিকিৎসক প্রশিক্ষন কেন্দ্র সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় প্রশিক্ষন কেন্দ্রের মালিক আবু বক্কার সিদ্দিক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম শুক্রবার এ প্রশিক্ষন কেন্দ্রে অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন বলেন, মোড়েলগঞ্জ উপজেলা সদরের বারুইখালী এলাকায় বিটিএফ মেডিকেল ইনস্টিটিউট নামক ওই পল্লী প্রশিক্ষন কেন্দ্রে দীর্ঘদিন ধরে বে-আইনী ভাবে পরিচালনা করে আসছে। শুক্রবার ক্লাশ চলাকালিন সময়ে ভ্রাম্যমান আদালত ওই কেন্দ্রে অভিযান পরিচালনা করে কেন্দ্র সিলগালা ও অর্ধলাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম শনিবার সকালে জানান, প্রশিক্ষন কেন্দ্রের কোন বৈধতা দেখাতে না পারায় কেন্দ্রটি সিলগালা করে দেয়া হয়। এ ছাড়া প্রশিক্ষন কেন্দ্রের মালিক আবুবক্কার সিদ্দিক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়।#az

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *