শুক্র. এপ্রি ২৬, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন হওয়ায়
দক্ষিনবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম উল্ল্যেখযোগ্য ভাবে বৃদ্ধি
পেয়েছে তার মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ অন্যতম।পদ্মা সেতুর সুফল পেতে শুরু করেছে বাগেরহাটের মোংলা বন্দর। এর ফলে মোংলা বন্দর দিয়ে রেডিমেইড গার্মেন্টস পন্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এর আগে গত বছরের ২৭ জুলাই থেকে মোংলা বন্দর দিয়ে শুরু হয় গার্মেন্টস পণ্যের রপ্তানি। এদিকে মঙ্গলবার (০৫ জুনঢাকার ফকির নিটওয়ার লিঃএপেক্স লিংগারি লিঃএপেক্স স্পিনিং লিঃনিট কনসার্ন লিঃফ্লামিংগো ফ্যাশান লিঃঅনন্ত গার্মেন্টস লিঃলিবার্টি নিটওয়ার লিঃ,এ কে এম নিটওয়ার লিঃস্টালিং ডেনিমস লিঃস্টালিং স্টাইলস লিমিটেডসহ ১০ টি গার্মেন্টস ফ্যাক্টরির বাচ্চাদের পোশাকহেয়ার ব্যন্ডলেগিংস ট্রাওজারসহ বিভিন্ন গার্মেন্টস পন্য নিয়ে পোল্যান্ড গেছে সিঙ্গাপুরের পতাকাবাহী এম,ভি মার্কস কিনজহো‘ নামের একটি বিদেশি জাহাজ। মঙ্গলবার (৬জুনসকাল ১০টায় এই পণ্য নিয়ে মোংলা বন্দর ছাড়ে জাহাজটি। আগামী ২২ জুন এম ভি মার্কস মোংলা‘ নামে আরও একটি জাহাজে করে একই ধরনের রেডিমেইড গার্মেন্টস পন্য রপ্তানি হবে বলে জানায় মোংলা বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মোঃ মাকরুজ্জামন  জানানপদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব কমে দাড়িয়েছে ১৭০ কিলোমিটার। সেখানে ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। এছাড়া মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদে হয়। একই সাথে ঢাকার সাথে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুয়েরই সাশ্রয় হওয়ার কারণে ব্যবসায়িরা মোংলা বন্দর দিয়ে আমদানিরপ্তানি করায় আগ্রহী হচ্ছে।

 

 

সংবাদ বিজ্ঞপ্তি”

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *