শনি. এপ্রি ২৭, ২০২৪

উত্তাল সংবাদ ডেস্ক ঃ

পটুয়াখালী থেকে ভুয়া ডাক্তার গ্রেফতার করেছে র‌্যাব-৮।
র‌্যাব-৮ সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) কর্তৃক পটুয়াখালী জেলার বাউফল থানাধীন কাশিপুর বাজার এলাকা থেকে এক ভুয়া ডাক্তার গ্রেফতার র‌্যাব-৮ রবিবার (৩০আগস্ট) বিকালে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন কাশিপুর বাজারে অভিযান পরিচালনা করে এক ভুয়া ডাক্তার অপু কুমার (নয়ন)(৩০), পিতা-মৃত অভিনাষ চন্দ্র শীল, সাং-মহাশ্রাদ্দি থানা-বাউফল, জেলা- পটুয়াখালীকে আটক করে। আকটকৃত ব্যক্তি চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার পেশাদারী ডিগ্রী অর্জন না করেও নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকেন। উল্লেখ্য, আকটকৃত অপু কুমার (নয়ন)(৩০) মানবিক বিভাগ থেকে মাস্টার্স পাস করে নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘ দিন যাবত সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছেন। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল অপু কুমার (নয়ন)কে আটক করে। এ সময় তার কাছ থেকে ভিজিটিং কার্ড, চিকিৎসা ব্যবস্থাপত্রের প্যাড এবং সার্জারি করার উপকরণ উদ্ধার করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী তার অপরাধ স্বীকার করে। এ সময় ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, পটুয়াখালীর মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাজহারুল ইসলাম জনি আটককৃত অপু কুমার (নয়ন)(৩০)কে ভুয়া ডাক্তার হিসেবে মতামত দেন। আটককৃত ভুয়া ডাক্তারকে পটুয়াখালী জেলার বাউফল থানায় হস্তান্তর এবং এ প্রেক্ষিতে ধৃত ভুয়া ডাক্তারের বিরুদ্ধে র্যাব সহযোগে একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *